বিজেপির সমর্থকেরা শুধু দিদিতেই রাম দেখেন! তাই তাঁকে দেখে তারা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকেন, শুক্রবার হাওড়া স্টেশনে বন্দেভারত ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে মমতাকে দেখে ‘জয় শ্রী রাম’ স্লোগানবাজি প্রসঙ্গে যুক্তি দেখালেন তৃণমূলের মুখপাত্র দেবাংশ ভট্টাচার্য।
बीजेपी वालों को दीदी में ही राम दिखाई देता है! इसीलिए उन्हें देखते ही "जय श्री राम"का नारा भी लगा देते हैं..
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) December 30, 2022
যদিও সামাজিক মাধ্যমে দেবাংশুর এই যুক্তির নিচে নয়া যুক্তি দিতে ছাড়েননি বিজেপির ভক্তেরাও। কয়েকজন লিখেছিলেন, জয় শ্রী রাম শুনে ভূত পিশাচ দূরে যায়, দিদি হয়ত ডাইনি, তাই উনি অদ্ভুত আচরণ করেন।
না ভাই, ঘটনা তা নয়। ওনার সামনে ঐ স্লোগান দিলেই উনি চটে যান, এটা বিজেপি সমর্থকরা জানে, আর সেকারণেই ওনাকে ক্ষ্যাপাতে ওরা এটা করে। এটাকে পাত্তা না দেওয়া শিখতে হবে। নাহলে লোকজন মজা করবে!
— A C (@123avi456) December 30, 2022
তবে একজন লিখেছেন, আসল ঘটনা হল, দিদি ‘জয় শ্রী রাম’ শুনে বারবার চটে যাচ্ছেন, তাই বিরোধীরাও তাঁকে ক্ষেপাতে মজা পাচ্ছে। দিদি না ক্ষেপলেই সব ঠাণ্ডা হয়ে যেত। দিদি অর্থাৎ মমতাকে আরও ম্যাচিউর হওয়ার পরামর্শ দিয়েছেন নেটিজেনরা।

