দাবদাহের জের! স্কুলে গিয়ে অসুস্থ ৩ পড়ুয়া, হাসপাতালে নিয়ে গেলেন শিক্ষকেরাই

দেগঙ্গা: গরমের তীব্রতায় অসুস্থ হয়ে পড়ল ৩ ছাত্র। উত্তর ২৪ পরগণার দেগঙ্গা প্রাথমিক স্কুলের প্রার্থনা লাইনে দাঁড়িয়ে তিন ছাত্র অসুস্থ পড়ে। এরপর স্কুলের শিক্ষকেরাই তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। হাসপাতাল ডাক্তারদের মতে, প্রচণ্ড গরমে তিন শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের স্যালাইন দেওয়া হচ্ছে। ডিহাইড্রেশনের জন্যই বাচ্চারা অসুস্থ হয়েছে বলে দাবি ডাক্তারদের।

গত ক’দিন ধরে দক্ষিনবঙ্গে ব্যপক তাপপ্রবাহ চলছে। বেলা যত বাড়ছে পারদ ততই বাড়ছে। তবে এরমাঝেই রাস্তায় কাজ করতে হচ্ছে ট্রাফিক পুলিশ সহ সিভিক ভলেন্টিয়ারদের। প্রখর রোদ উপেক্ষা করেই জাতীয় সড়কে ট্রাফিক সামলাতে ব্যস্ত তাঁরা। কোলাঘাট হাইওয়ে ট্রাফিকের পক্ষ থেকে হাইরোডে গাড়ির চালক, কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের ছাতা, জল এবং ওআরএস তুলে দেওয়া হল। ট্রাফিক পুলিশ বিভাগের এই উদ্যোগে খুশি সকলেই।

গরমে ভাইরাল তীব্র গরমে বড় যাত্রীদের জন্য অভিনব ব্যবস্থার ছবি ধরা পড়ল সামাজিক মাধ্যমে। রাস্তায় খোলা আকাশের নিচে না হেটে চলমান শেড ব্যবহারের ছবি সামনে এল। ভিডিওটি ঠিক কোন জায়গায় তা অবশ্য জানা যায়নি, তবে ইতিমধ্যেই এই অভিনব ব্যবস্থার ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। দেখুন ভিডিও

About The Author