তেলাঙ্গানায় প্রশিক্ষণ চলাকালীন ভেঙ্গে পড়ল বায়ুসেনার একটি বিমান। এই ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে। বায়ুসেনা সূত্রে খবর, মৃতদের মধ্যে একজন প্রশিক্ষক। অন্যজন শিক্ষানবিশ।
বায়ুসেনা জানিয়েছে, সোমবার সকালে ডান্ডিগালে বায়ুসেনার ঘাঁটিতেই প্রশিক্ষণ চলছিল। আর অন্য একটা দিনের মতোই বিমান ওড়াচ্ছিলেন শিক্ষানবিশ। আচমকাই বিমানটি ভেঙে পড়ে।
বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। পরে তাঁদের মৃত্যু হয়েছে। কী কারণে প্রশিক্ষণরত বিমানে এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল, তা জানতে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।