টেট পরীক্ষা দিতে এসে গাটের পয়সা খরচ করে ব্যাগ রাখতে হল পরীক্ষার্থীদের। কেউ বিরক্ত হলেও কিছু করার ছিল না। ব্যবসায়ীদেরও দু’পয়সা বাড়তি রোজগারের সুযোগ তৈরি হল এদিন। বেশিরভাগ পরীক্ষাকেন্দ্রের পাশে দোকানগুলিতে ধরা পড়ল এমন ছবি।
টেট পরীক্ষা দিতে এসে কেন্দ্রের ভেতরে ব্যাগ পত্তর নিয়ে যাওয়া বারণ। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে ঝটিকা উপার্জন সেরে ফেলল কেন্দ্র লাগোয়া দোকানগুলি। পরীক্ষার্থীদের মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী সহ ব্যাগ টাকার বিনিময়ে নিজেদের জিম্মায় রাখলেন ব্যবসায়ীরা। রবিবার জলপাইগুড়ির পাশাপাশি ফালাকাটা কলেজেও ধরা পড়ল সেই ছবি।
পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের আগেই পর্ষদের নির্দেশ অসুসারে শুধু মাত্র দুটি পেন, জল নিয়েই পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হল। আর এতেই সমস্যায় পরতে সঙ্গে ব্যাগ নিয়ে আসা পরীক্ষার্থীদের। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুপয়সা বাড়তি রোজগার করে নিলেন পাশের দোকানদাররা। রবিবার গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ির ৩৮টি কেন্দ্রে টেট পরীক্ষা চলল।