জাতীয় সড়কে উল্টে গেল সিমেন্টবোঝাই লরি, আহত চালক

জলপাইগুড়ি: দশদরগা মোড়ে ফের মারাত্মক দুর্ঘটনা। নিয়ন্ত্রন হারিয়ে হাইরোডের মাঝখানে উল্টে গেল সিমেন্ট বোঝাই লরি। ঘটনায় গুরুতর আহত গাড়ির চালক। ভেতরে আরও কেউ আটকে থাকতে পারে বলে আশঙ্কা। ঘটনার পর সেখানে পুলিশ পৌঁছালে প্রশাসনের ওপর ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেল, শনিবার সন্ধ্যা রাতে শিলিগুড়ির দিকে যাওয়ার সময় দশদরগা মোড়ে আচমকাই সিমেন্ট বোঝাই লরিটি উল্টে যায়। অনুমান করা হচ্ছে, ডিভাইডারে ধাক্কা মেরে এই ঘটনা ঘটেছে। এদিকে, ঘটনার পর আহত চালককে জলপাইগুড়ির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভেতরে আরও কেউ আটকে থাকতে পারে বলে আশঙ্কা। পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। ঘটনার পর রীতিমত চাঞ্চল্য এলাকায়। দুদিন পর পর দুর্ঘটনার জেরে সকলেই ত্রস্ত।

About The Author