জমি দখলের অভিযোগ পেয়ে হানা বিডিওর, উপড়ে ফেললেন খুঁটি

নদীর পাশে বেশ কয়েক বিঘা সরকারি জমি দখল করে রেখেছিল জমি মাফিয়ারা। নদীর পাড়ে সিমেন্টের খুঁটি গেড়ে সীমানা তৈরি করা হয়েছিল। খবর কানে আসতেই সেখানে হানা দিলেন বিডিও। জেসিবি দিয়ে অবৈধ নির্মাণ ভেঙ্গে গুঁড়িয়ে দিলেন। নিজের হাতে খুঁটি উপড়ে ফেলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ।

রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ধারাগছ এলাকায় করতোয়া নদীর পাশে বেশ কয়েক বিঘা সরকারি খাস জমি সহ নদীর পাড় দখল করে রেখেছে জমি মাফিয়ারা। কংক্রিটের খুঁটি দিয়ে সীমানা তৈরির পাশাপাশি একটি টিনের ঘর তৈরি করে রাখা হয়েছিল। সেই অভিযোগ কানে আসতেই সেখানে হানা দিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তার এই অভিযানের খবর পেয়ে ছুটে আসেন গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত দত্ত ও আমবাড়ী ফাঁড়ির পুলিশ। বিডিও নিজে হাতে খুঁটিগুলি উপড়ে ফেলে দেন। নিজে দাঁড়িয়ে থেকে আর্থ মুভারের সাহায্যে ঘরটি ভেঙে ফেলা হয়।

বিডিও বলেন, ওই জমি দখলের অভিযোগ আমার কাছে এসেছে। সে কারণেই আজ অভিযানে নামি। প্রায় ৩০-৩৫ বিঘা জমি কে বা কারা দখলের চেষ্টা করেছিল। তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশকে বলেছি এব্যাপারে তদন্ত করতে। যারা এই জমি দখলের ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্লকের যেখান থেকেই সরকারি সম্পত্তি দখলের অভিযোগ আসবে, সেখানেই অভিযান করা হবে।

About The Author