এবারের জাতীয় নৌবাহিনী দিবসে ছত্রপতি শিবাজির মূর্তি উন্মোচন করে নয়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এখন থেকে নৌবাহিনীর অফিসারদের কাঁধে থাকা স্ট্র্যাপ অর্থাৎ অ্যাপলেটে ছত্রপতি শিবাজি মহারাজের সেনাবাহিনীর প্রতীক আঁকা থাকবে। সেই সঙ্গে দেশের সংস্কৃতি অনুসারে ভারতীয় নৌবাহিনীতে পদের নামকরণ করা হবে৷ পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীতে মহিলাদের শক্তি বাড়ানো হবে।
৪ ডিসেম্বর দিনটি জাতীয় নৌবাহিনী দিবস হিসেবে পালিত হয়। এবারে অপারেশনাল প্রদর্শনীতে চমকে দিলেন নৌবাহিনীর সেনারা। কারণ এবারের উদযাপন ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদি সোমবার ঘোষণা করেন, নৌবাহিনীর অফিসারদের কাঁধে থাকা স্ট্র্যাপ অর্থাৎ অ্যাপলেটে এখন থেকে ছত্রপতি শিবাজি মহারাজের সেনাবাহিনীর প্রতীক আঁকা থাকবে। প্রতি বছর ৪ ডিসেম্বর পালিত হয় ভারতীয় নৌবাহিনী দিবস। ভারতীয় নৌসেনার সাফল্য ও শৌর্য্য়ের স্বীকৃতি দিতেই এই দিন পালন করা হয়। এবছর মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে পালিত হয়েছে ভারতীয় নৌসেনা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে উপস্থিত ছিলেন। তাঁর সামনেই নৌবাহিনী নিজেদের যুদ্ধ কৌশলের মহড়া দেখাল।