‘চোর চোর’ স্লোগান দেওয়া বিজেপি কর্মীদের ‘পকেটমার’ বলে পাল্টা খোঁচা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর কনভয় দেখে ‘চোর চোর’ চিৎকার করে উঠেছিলেন বিজেপি কর্মীরা। চালসার ঘটনার জেরে বেশ ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী। শনিবার ফুলবাড়ির সভা থেকে গর্জে উঠলেন তিনি। ‘চোর চোর’ স্লোগান দেওয়া বিজেপি কর্মীদের পকেটমার বলে পাল্টা খোঁচা দিলেন মমতা।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যখন মঙ্গলবাড়ি হয়ে চালসার দিকে যাচ্ছিল, সেই সময় মেটেলি রাজ্য সড়কের পাশে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে পথসভা করছিল বিজেপি। বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর কনভয় দেখে পুলিশের সামনেই ‘চোর চোর’ স্লোগান তোলেন। যদিও তখন সেখানে না দাঁড়িয়ে সোজা হোটেলে চলে যান মুখ্যমন্ত্রী। ঘটনার দুদিন পর শনিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির সভায় এসে গর্জে উঠলেন মমতা।

About The Author