চোপড়া: রাতে দোকানে চুরি করতে ঢুকে ঘুমিয়েই পড়ল চোর। সকালে ঘুম ভাঙ্গিয়ে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ভোজপুরানীগছ এলাকায় একটি মুদি দোকানে চুরি করতে ঢোকে বেশকয়েকজন। নেশাগ্রস্থ অবস্থায় তাঁদের একজন পালানোর সময় দোকানের পেছনে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে স্থানীয়রা ওই ‘চোর’কে চুরি যাওয়া জিনিসপত্র সহ দোকানের পিছনে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। এরপর চলে গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় চোপড়া থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন দোকান মালিক ও স্হানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।