‘যোগ্যদের গুরুত্ব থাকল না’, রায় নিয়ে হতাশ চাকরিহারা অনামিকা

মাত্র ছ মাস আগেই শিক্ষিকা হিসেবে স্কুলে যোগ দিয়েছিলেন, সোমবার কোর্টের রায়ে চাকরি চলে গেল তারও। বেতনের টাকা ফেরাতে হবে কি না সেই ভেবেও কার্যত দিশেহারা অবস্থা।

মামলা মোকদ্দমা করে মন্ত্রী কন্যার চাকরি পাওয়া শিলিগুড়ির অনামিকা, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিলের রায় শুনে চূড়ান্ত হতাশ হলেন। যোগ্য অযোগ্য বিচার না করে সম্পূর্ণ প্যানেল বাতিল করা ঠিক হয়নি বলেই মনে করছেন অনামিকা।

গতবছরই কোর্টের লড়াই শেষে মন্ত্রী কন্যা ও ববিতার থেকে চাকরিটা পেয়েছিলেন অনামিকা। যোগ দিয়েছিলেন জলপাইগুড়ির রাজগঞ্জের হরিহর হাইস্কুলে। সোমবার হাইকোর্টের রায়ে চাকরি গেল তারও। তাকেও বেতনের টাকা ফেরাতে হবে কি না এখনও জানে না সে।

এদিন, ২০১৬ সালের পুরো নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। খবর শুনে অনামিকা জানালেন, এই রায়ের জন্য তৈরি ছিলাম না। দীর্ঘ লড়াই এর পর শিক্ষিকার স্বপ্ন পূরণ হয়েছিল। আজ এরকম রায় হবে ভাবতে পারিনি। যোগ্যদের গুরুত্ব থাকল না। উকিলের সঙ্গে কথা বলে ফের আইনি লড়াইয়ে নামার ভাবনা রয়েছে অনামিকার।

About The Author