বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্যই নাকি চাকরি হারাতে হচ্ছে অনেককে। মঙ্গলবার এমন অভিযোগে কলকাতা হাইকোর্টে প্রাইমারির চাকরিপ্রাপকদের একাংশ আইনিজীবী তথা বাম নেতাকে ঘিরে বিক্ষোভ দেখালেন। এদিন প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রাথমিক নিয়োগ পরীক্ষার ওএমআর শিটে কারচুপি নিয়ে প্রশ্ন তোলেন। শুনানি শেষে এজলাস থেকে বেরিয়ে আসতেই বিকাশরঞ্জনকে ঘিরে ধরেন প্রাথমিকের শিক্ষকদের একাংশ। তাঁকে ঘিরে ধরে স্লোগান দেওয়া শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, তাঁর জন্যই চাকরি হারিয়েছেন অনেকে। এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসক শিবির।