রাজগঞ্জ: চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যাত্রীর। বুধবার রাজগঞ্জের আমবাড়ি রেলস্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে।যদিও শেষ পাওয়া খবরে মৃত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। বুধবার বেলা ৩টা নাগাদ নিউ জলপাইগুড়ি সংলগ্ন আমবাড়ি-ফালাকাটা রেলস্টেশন থেকে কিছুটা দূরে রেললাইনের পাশে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অসমগামী এক্সপ্রেস ট্রেন থেকে ওই যুবক পড়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। মৃত যুবকের পড়নে নীল রংয়ের হাফপ্যান্ট ও সাদা গেঞ্জি রয়েছে। ওই যুবক কে? কিভাবে সেখানে পড়ে গেল, তদন্ত করে দেখছে পুলিশ।
https://youtu.be/NRSE4h2QHbM

