গ্রুপ-ডি’র চাকরি বাতিলের পরই মৃত্যু! মানসিক অবসাদ, দাবি পরিবারের

জলপাইগুড়ি: গ্রুপ-ডি পদে চাকরি বাতিলের তালিকায় নাম থাকা এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম দিলীপ বিশ্বাস। হলদিবাড়ির দেওয়ানগঞ্জ এলাকার দাড়িপট্টানী উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন তিনি।

মৃতের বাড়ি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির মরিচবাড়ি এলাকায়। ৪৬ বছরের দিলীপ বিশ্বাস শিলিগুড়ির দেশবন্ধুপাড়া এলাকায় ভাড়া থাকতেন কয়েক বছর ধরে। ভাড়া বাড়ি থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দাদা দীনবন্ধু বিশ্বাসের দাবি চাকরি চলে যাও‌য়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিল ভাই। সম্ভব‌ত এই কারনেই মৃত্যু হয়েছে তাঁর।

দিলীপ বিশ্বাসের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে দোমোহনির মরিচবাড়ি এলাকায়। সোমবার তাঁর মৃতদেহের ময়নাতদন্ত হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে দেহ। যদিও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

About The Author