গুটখার প্যাকেটে মার্কিন ডলার পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১

বাইরে থেকে দেখে বোঝার কোনও উপায় নেই ভেতরে কি রয়েছে। আপাতদৃষ্টিতে মনে হতেই পারে গুটখার প্যাকেট নিয়ে যাওয়া হচ্ছে। তবে ভেতর থেকে যা বেরল, হয়ত এমনটা কেউ কল্পনাও করেননি। শুল্ক দফতরের অভিজ্ঞ আধিকারিকেরাও শেষ কবে এমন অভিনব কায়দায় পাচার করা দেখেছেন তা তাঁরা নিজেরাও মনে করতে পারছে না।

রাশি রাশি গুটখার প্যাকেটে করে মার্কিন ডলার পাচারের চেষ্টা। কলকাতা বিমানবন্দরে সেই পাচারের চেষ্টা আটকে দিল শুল্ক দফতর। ব্যাঙ্ককগামী বিমানে এক ভারতীয় যাত্রী বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তার ব্য়াগে তল্লাশি চালিয়ে ৪০ হাজার মার্কিন ডলার পেয়েছে শুল্ক দফতর। আর সেটা আবার গুটখার সিল করা প্যাকেটের মধ্যে ভরা ছিল। সেই প্যাকেট ছিঁড়তেই বেরিয়ে এল একের পর এক নোট। এদিকে ভারতীয় মুদ্রায় এই অঙ্ক প্রায় ৩২ লক্ষ ৭৮ হাজার টাকা। সেই বিপুল পরিমাণ ডলার গুটখার প্যাকেটে লুকিয়ে ফেলা হয়েছিল। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাচারের নানা অভিনব পন্থা মাঝেমধ্যেই সামনে আসে। তবে এবার যে পদ্ধতিতে ডলার নিয়ে যাওয়া হচ্ছিল তা নিঃসন্দেহে অবাক করেছে অনেককেই।

বাইরে থেকে দেখে বোঝার কোনও উপায় নেই। আপাতভাবে মনে হতে পারে গুটখা নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্ককে। একটা নয়, একেবারে গুটখার প্যাকেটের চেইন। ব্যবসার কারণ এই ধরনের সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে বলে মনে করাটাই স্বাভাবিক। সেই প্যাকেট ছিঁড়তেই বেরিয়ে আসে একের পর এক ডলার। সেগুলিকে অত্যন্ত সুরক্ষিতভাবে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে সিল করে দেওয়া হয়েছিল। এমনকী ডলারগুলি যাতে নষ্ট না হয়ে যায় সেকারণে তার উপরেও একটি প্যাকেটের কভার দেওয়া ছিল। তারপর সেগুলি প্যাকেটের মধ্যে ভরা হয়েছিল। পাচারের চেষ্টা ব্যর্থ করে পাচারকারীকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা।

About The Author