গান স্যালুটে বিদায়! দুর্ঘটনায় মৃত সেনাকর্মীর শেষকৃত্য

বেলাকোবা: পূর্ণ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল দুর্ঘটনায় মৃত সেনা কর্মীর। কফিনবন্দি দেহ নিয়ে বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবারের লোকজন এবং পাড়া-প্রতিবেশীরা। গান সেলুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হল।

মঙ্গলবার সকালে প্রাতভ্রমণে বেরিয়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছিল বেলাকোবার মুরগিভিটার বাসিন্দা সেনাকর্মী অঞ্জন রায়ের। ক’দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন কিন্তু আর ডিউটিতে ফেরা হল না। রোজকার অভ্যেসমতো সকালে বেরিয়েছিলেন; তবে কে জানত সেখানেই হবে দুর্ঘটনা! ঘটনার পরেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। অবস্থা বেগতিক বুঝে পলায়ন করে ডাম্পার চালক। আহত অবস্থায় অঞ্জনকে জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরেই উত্তেজিত জনতা দফায় দফায় বিক্ষোভ অবরোধ করেন এবং পুলিশের গাড়িতে ভাঙচুর চালান। ঘটনার একদিন পর দেহ শেষকৃত্যের জন্য বাড়িতে নিয়ে আসা হল। বুধবার বিকেলে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় জানানো হয়েছে সেনার তরফে। অন্তিম কাজের সময় সেখানে হাজির ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।

About The Author