রাজগঞ্জ: গাছে অবিকল মানুষের মুখের ছবি। স্থানীয়দের দাবি, ওই গাছে বাবা লোকনাথের ছবি ফুটে উঠেছে। এমন ঘটনার কথা চাওর হতেই আশেপাশের প্রচুর মানুষ ভিড় করেছেন এলাকায়। গাছটিকে পুজো দিতে তোড়জোড় শুরু করেছেন এলাকাবাসীরা। রাজগঞ্জের আমবাড়িতে এমন ঘটনায় চাঞ্চল্য।
আমবাড়ি মহামায়া কলোনির স্থানীয় বাসিন্দা অরুন চক্রবর্তীর বাড়িতে একটি জিগনি গাছে বাবা লোকনাথের মুখ দেখতে পাচ্ছেন স্থানীয়রা। বাড়ির কর্তা অরুন বাবুর কথায়, বাড়ির মধ্যে বাবা লোকনাথের স্থায়ী মন্দির আছে। সেখানেই একটি জিগনি গাছের মানুষের মুখের ছবি ফুটে উঠেছে। যা দেখতে অনেকটাই বাবার লোকনাথের মত।
ওই বাড়ির কর্তা মশাইয়ের কথায়, মন্দির ছেড়ে গাছে কেন আশ্রয় নেবেন বাবা লোকনাথ? তবে গাছে এমন অভিনব ব্যাপার দেখে ভিড় বাড়ছে এলাকায়। ছবি তুলতে শুরু করেছেন সকলে। অনেকেই বলছেন ওই গাছে পুজো দেওয়া হোক।