ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার করতে গিয়ে ফের বিএসএফ-র গুলিতে মৃত এক বাংলাদেশী, অন্যদিকে এই ঘটনায় হাতে নাতে ধরা পড়ল আরও ১ বাংলাদেশী। ১ জন ভারতীয়কেও আটক করেছে বিএসএফ। বিএসএফ জানিয়েছে, বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে হাতেনাতে দু’জনকে ধরেছে তাঁরা এবং একজন তাদের ওপর গুলি চালালে পাল্টা গুলিতে মৃত্যু হয় এক বাংলাদেশীর। যদিও তাঁর নাম পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে আটক বাংলাদেশ পাচারকারীর নাম মহম্মদ আজিজুল, তার বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জ জেলার কুলাডাঙা গ্রামের। এদিকে ভারতীয় পাচারকারী, মহম্মদ সিরাজ মালদা জেলার হবিবপুর থানার নবপাড়া গ্রামের বাসিন্দা। তাদের বর্তমানে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
অন্য দিকে ১৫৯ নম্বর ব্যাটেলিয়ান সীমান্তে গভীর রাতে গরু পাচার করতে গিয়ে বিএসএফ-র গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর। শনিবার খোঁজ চালালে বিকেলে পাচারকারী দেহ উদ্ধার হয়। এখনো ওই মৃতের নাম ও ঠিকানা জানা যায়নি। বিএসএফ জানিয়েছে, পাচারকারী বাংলাদেশি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তদন্ত চলছে।