গরম বাড়তেই ছুটির ঘণ্টা, এক সপ্তাহ স্কুল বন্ধের নির্দেশ মমতার

গরম বাড়তেই পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে আগামী সপ্তাহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই সঙ্গে আগামীকাল, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও বন্ধ রাখার আর্জি করেছেন মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে বাংলার গরম ৪০ ডিগ্রি পেরিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহেও রাজ্যের দাবদহ একইরকম জারি থাকবে।

সেই পরিপ্রেক্ষিতে রবিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পূর্ব নির্ধারিত গরমের ছুটি অর্থাৎ ২ মে-র আগেই আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে ছুটি থাকবে।

About The Author