গজলডোবা সহ রাজ্যের প্রতিটি পর্যটন কেন্দ্রে দু’দিন পর থেকেই চালু হচ্ছে করোনা বিধি। শুক্রবার গজলডোবা ভোরের আলোয় এসে একথাই জানিয়ে দিলেন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, আগামী দু’দিনের মধ্যে রাজ্যের প্রতিটি পর্যটনকেন্দ্র ও পর্যটকদের থাকার জায়গাগুলোর জন্য বিশেষ কোভিড গাইডলাইন প্রকাশ করবে রাজ্য পর্যটন মন্ত্রক।
অন্যদিকে, কাশ্মীরের মত গজলডোবাতেও শিকারায় নৌকাবিহার শুরু করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। শুক্রবার ভোরের আলো নিয়ে ভোরের পর্যটন, বন, সেচ দপ্তর সহ জেলা প্রশাসনের সঙ্গে রিভিউ মিটিং করেন বাবুল সুপ্রিয়। এই বৈঠকের পরই গজলডোবায় শিকারা চালু করার কথা বলেন তিনি। এছাড়াও পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে আরও বেশকিছু পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।