খেলার সময় মিষ্টির দোকানের ফুটন্ত গরম জলে পড়ে মৃত্যু হল শিশুর, দোকান ভাঙচুর করল ক্ষুব্ধ জনতা। পুর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদাতে চিলড্রেন পার্কের সামনে খেলতে গিয়ে মিষ্টি দোকানের ফুটন্ত গরম জলে পড়ে যায় বছর ৫-এর শিশুকন্যা অঙ্কিতা। মৃতের পরিবারের অভিযোগ, ‘দোকানদার ইচ্ছে করেই পার্কের সামনের জায়গা দখল করে গরম জলের বালতি রেখেছিল। ওদের এই কাজের জন্য একটি তরতাজা শিশুর প্রাণ চলে গেল।’
জানা গিয়েছে, দুপুরে পার্কের সামনে তিন শিশু খেলা করছিল, সেই সময় বালতি ভর্তি ফুটন্ত জলে পড়ে যায় ছোট্ট অঙ্কিতা। তাকে প্রথমে তমলুক হাসপাতাল এবং পরে সেখান থেকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার শিশুটির মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে মিষ্টির দোকানে ভাঙচুর চালায়। অভিযুক্ত মিষ্টির দোকানের মালিকের শাস্তির দাবিতে পার্কের গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। দোকানদারের কঠোর শাস্তি চান তিনি। যদিও এই ঘটনায় মিষ্টি দোকান মালিকের কোনও বক্তব্য পাওয়া যায়নি। একরত্তি শিশুটির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।