শিলিগুড়ি: আবারও প্লাস্টিক ডিমের আতঙ্ক শিলিগুড়িতে। সেদ্ধ ডিম খাওয়ার পরই শুরু পেটের ব্যথা। ডিমের খোসা পুড়লে প্লাস্টিকের গন্ধ বের হচ্ছে বলে দাবি। কুসুমের রঙও অত্যাধিক লাল। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে প্লাস্টিক ডিমের আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। রাজগঞ্জের ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ির নিচপাড়া এলাকার ঘটনা।
অসীম বিশ্বাস নামের এক যুবকের অভিযোগ, এলাকার এক দোকান থেকে পাঁচটি ডিম কিনে এনেছিলেন তিনি। সেদ্ধ করার পর একটু অন্যরকম মনে হলেও তিনি খেয়ে ফেলেন। খাওয়ার কিছুক্ষণ বাদেই তার পেটে ব্যথা শুরু হয়। সকালে বাকি তিনটি ডিমও সেদ্ধ করে দেখেন একই কাণ্ড। সেদ্ধ করে তা প্লাস্টিকের বলে ধারণা। ডিম যেন প্লাস্টিকের মতো। প্রতিবেশীদেরও ধারণা সেগুলি প্লাস্টিকেরই ডিম। যুবকের কথায়, ডিমের কুসুম সাধারণ ডিমের থেকে বেশিই লাল। এছাড়া আগুনে দিলে সেই ডিম পুড়ে যাচ্ছে এবং প্লাস্টিকের গন্ধ বের হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় প্লাস্টিকের ডিমের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা চাইছেন প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।