জলপাইগুড়ি: কালীপুজোয় ধূপগুড়িতে বাপের বাড়ি গিয়ে নিখোঁজ রাজগঞ্জের এক গৃহবধূ। পরিবারের দাবি, বুধবার রাতে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান মহিলা। তাঁর স্বামী রাজগঞ্জের পাগলারহাটের বাসিন্দা একজন স্কুল শিক্ষক। এই কালীপূজায় স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ধূপগুড়িতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। দুজনে একসঙ্গে ধূপগুড়ির কালীপূজা দেখেন। পরে স্বামী চলে আসেন। স্ত্রী বাপের বাড়িতেই থেকে যান। তারপর সেখান থেকেই বুধবার রাত সাড়ে ১১টা থেকে নিখোঁজ হয়ে যান মহিলা। গৃহবধূর নাম শর্মিলা সরকার। তাঁর স্বামী রঞ্জন মোদক স্কুল শিক্ষক।
দুই পরিবার সূত্রে জানা গেল, বছর চারেক আগে বিয়ে হয়েছিল। পরিবারে তেমন কোনও অশান্তি ঘটেনি। কালী পূজার পরেরদিন সোমবার স্ত্রীকে নিয়ে রঞ্জন বাবু ধুপগুড়ি দক্ষিণ কাঠুলিয়ার শ্বশুর বাড়িতে উঠেছিলেন। ধুপগুড়িতে পূজো দেখে পরদিন বিকেলে তিনি বাড়ি ফিরে আসেন। স্ত্রী বাপের বাড়িতে থাকতে চেয়ে থেকে যায়। বাপের বাড়ির লোকজনের কথা অনুযায়ী বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাড়ি থেকে উধাও হয়ে যায় শরমিলা সরকার। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ খবর করে বোনের কোন খোঁজ না পেয়ে বৃহস্পতিবার তারা ধুপগুড়ি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। এদিকে স্ত্রীকে না পেয়ে চারদিকে খুঁজে বেড়াচ্ছেন স্কুল শিক্ষক রঞ্জন বাবু।