হাতির কাটা মাথা উদ্ধারের চার দিনের মাথায় আলিপুরদুয়ারের সংকোষ নদী থেকে উদ্ধার হল হাতির কাটা পা! পরপর দুই ঘটনায় রীতিমতো হতভম্ব বনবিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হল রেড অ্যালার্ট।
বন দফতরের অনুমান, আগের হাতির দেহাংশই হবে এটি। গত শুক্রবার বিকেলে আলিপুরদুয়ার জেলার অসম সীমানার কাছে সংকোষ নদীতে একটি পূর্ণবয়স্ক হাতির কাটা মাথা ভেসে আসে। তার চার দিনের মাথায় এবার ওই একই নদীতে ভেসে এল হাতির কাটা পা। চোরাশিকারীদের উৎপাত চরম জায়গায় গিয়ে পৌঁছেছে বলে পরিবেশবিদদের একাংশের দাবি।
শুক্রবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পূর্ব শালবাড়ির সংকোষ নদী থেকে হাতির কাটা মাথা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতির কাটা মাথাটি উদ্ধার করে। সোমবার রাতে সংকোষ নদী থেকে হাতির কাটা পাটি উদ্ধার হয়েছে। বন দফতর জানিয়েছে, এই কাটা পায়ের ময়নাতদন্ত করা হবে। ঘটনার পরই এলাকাজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।