‘অবৈধ’ কল সেন্টারে হানা পুলিশের, পাঁচ মহিলা সহ গ্রেপ্তার ৮

রাজগঞ্জ: অবৈধ কল সেন্টারে হানা পুলিশের, ৫ যুবতী সহ শিলিগুড়ির এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলাকোবা ষ্টেশন কলোনির ঘটনায় রীতিমত চাঞ্চল্য। ধৃত বাড়ির মালিকের নাম সঞ্জয় দে। গৃহকর্ত্রী জানালেন, ওই ছেলেমেয়েরা ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলে বেশ কদিন ধরে ওই বাড়িতে তিনতলায় কাজ চলছিল।

মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে হানা দেয় রাজগঞ্জ এবং বেলাকোবার বিশাল পুলিশ বাহিনী। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি। ঘরের ভেতর থেকে বেশকিছু মোবাইল ফোন, সিম কার্ড, ব্যাঙ্কের পাসবুক, ল্যাপটপ ইত্যাদি উদ্ধার করা হয়।

ধৃতদের নাম, স্বপন দাস, সঞ্জয় দে, তন্ময় হালদার, মধু মাহাতো, কাজল শেরপা, খুশবু খাতুন, মঞ্জু সিনহা, নিশা গুপ্তা। এদের মধ্যে সঞ্জয় বাড়ির মালিক। স্বপন ওই এলাকারি বাসিন্দা। তন্ময় শিলিগুড়ি লেকটাউন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, ক’দিন ধরেই সেখানে অবৈধ কাজের খবর মিলছিল। মঙ্গলবার অভিযান চালিয়ে পাঁচ মহিলা এবং তিন ব্যক্তিকে আটক করা হয়। সেখানে অবৈধ কল সেন্টার চালানোর ব্যাপারে এরা প্রত্যেকেই যুক্ত। রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার জানান, আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে তাদের। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

About The Author