এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল ১১ জনের। বুধবার সেখানে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির অভিযোগ, ওই কারখানার মালিক ভানু বাগ তৃণমূলের কর্মী। যদিও এই ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তারি এবং ঘটনার এনআইএ তদন্তের ব্যাপারে মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দিয়ে বলেছেন ওই কারখানা অবৈধ ভাবে চলছিল। রাজ্যের তরফে বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিশেষ এফআইআর করেছে রাজ্য। তারপরও তৃণমূলকেই কোণঠাসা করতে মরিয়া বিজেপি। অন্যদিকে, শুভেন্দুর পর সেখানে তৃণমূলের প্রতিনিধিরা গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
খবর অনুযায়ী, মঙ্গলবার পূর্ব মেদেনীপুর জেলার এগরায় খাদিকুল গ্রামে ভানু বাগের বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। এদিকে ওই রাতেই দুই জনকে গ্রেপ্তার করলেও কারখানার মালিক বেপাত্তা। মনে করা হচ্ছে, ওড়িশায় গাঁ ঢাকা দিয়েছে ভানু ওরফে কৃষ্ণপদ। জানা যাচ্ছে, গত দীপাবলিতে বাজি সংক্রান্ত ব্যাপারে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিন পায়। মঙ্গলবার এগরা বিস্ফোরণ কাণ্ডে প্রথমে ৯ জনের মৃত্যু হয়। পরে আরও ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ২। ঘটনার পরই রাজনৈতিক আলোচনা তুঙ্গে। বুধবার সেখানে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃতের পরিবারগুলির সঙ্গে দেখাও করেন।