সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগেই ভষ্মীভূত হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি। খড়কুটোটুকুও আর আস্ত রইল না। পুড়ল অ্যাডমিট কার্ড, বাদ গেল না বইপত্রও। চরম দুশ্চিন্তায় পরীক্ষার্থীর পরিবার।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল অঞ্চলের উত্তরখন্ড গ্রামের ঘটনা। উত্তরখণ্ড গ্রামে মলিন রায় ও তার পরিবারের বসবাস। রাতের বিধ্বংসী আগুনে পুরো বাড়ি ভস্মিভূত হয়ে যায়।
পরিবারের বড় ছেলে অপু রায় একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ওই ঘরে বসেই চলছিল তার পরীক্ষার প্রস্তুতি। কিন্তু এক নিমেষেই সব শেষ। ওই ঘরের মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড যাবতীয় বই পত্র সবকিছু মজুদ ছিল ওই ছাত্রের।
রাতের লেলিহীন অগ্নিশিখা তার যাবতীয় পরীক্ষার সরঞ্জামকে পুড়িয়ে ছাই করে দেয়। শুধু তাই নয় বাড়িতে থাকা যাবতীয় জিনিসপত্র ফ্যান থেকে শুরু করে জামাকাপড় খাবার দাবার এবং প্রায় ২৫ হাজার নগদ টাকাও পুড়ে ছাই হয়ে যায়।
ওই পরীক্ষার্থীর চোখে নেমে এসেছে অন্ধকার কারণ পরীক্ষার অ্যাডমিট কার্ড এখন ছাই হয়ে গেছে। সে সংশ্লিষ্ট দপ্তরের কাছে কাতর আর্জি জানাচ্ছে যাতে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মা সাথী রায় চোখে জল নিয়ে ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন ‘কোনক্রমে পরিবারের মানুষগুলোকে নিয়ে বেঁচে বাইরে বেরিয়ে এসেছি বাকি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে’, সংবাদমাধ্যমের মধ্য দিয়ে তিনিও অনুরোধ জানালেন তার ছেলের যাতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদ, তিনি সম্পূর্ণরূপে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এখন শুধু দেখার বিষয় এটাই সরকারের হস্তক্ষেপে পরীক্ষার ব্যবস্থা হয় কিনা ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। তার পুরো পরিবার আবার আশ্রয় ফিরে পায় কিনা সেটাও এখন শুধু সময়েরই অপেক্ষা।