‘ইন্সটাগ্রামে রিল ভিডিও বানালে স্কুলে আসার আর দরকার নেই’

ফেসবুক বা ইন্সটাগ্রামে রিল ভিডিও বানালে স্কুলে আসার আর দরকার নেই। ফেসবুক সহ অন্য সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকলে ডিলিট করো না হলে মিলবে না ক্যারাক্টার সার্টিফিকেট, স্কুলের গ্রুপে ছাত্রীদের কার্যত হুঁশিয়ারি দিয়ে মেসেজ করলেন স্কুলের প্রধান শিক্ষিকা। সেই স্ক্রিনশট ভাইরাল নেট মাধ্যমে। আর এই নিয়ে জোর আলোচনা বাংলা জুড়ে। অনেকেই ম্যাডামের এমন পদক্ষেপকে একেবারে উচিৎ কাজ বলে মনে করেছেন। আবার অনেকেই ব্যক্তি স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বারাসত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঘটল এমন ঘটনা। স্কুলের প্রধান শিক্ষিকা স্কুলের একটি হোয়াটস অ্যাপ গ্রুপে মেসেজ করে লিখেছেন, ‘Instagram, Facebook, Twitter এই সমস্ত জায়গায় যদি কোনও মেয়েকে দেখা যায়, তাদেরকে স্কুলে রাখা হবে না। তারা বাড়ি বসে শুধু ওই করুক, পড়াশোনা করার দরকার নেই। সোশ্যাল মিডিয়ায় কেউ থাকবে না। মা, বাবারা নিজেদের ফোন আপনার মেয়ের ভালোর জন্য মেয়েকে দেবেন না। যাদের অ্যাকাউন্ট আছে ডিলিট করো। নইলে ক্যারেক্টর সার্টিফিকেট পেতে সমস্যা হতে পারে। মেয়েরা দেখাল, তোমাদের অনেকের অ্যাকাউন্ট আছে। ডিলিট করো। ডিলিট করেছ, স্ক্রিন শট পাঠাও।’

এই মেসেজ বার্তা নিয়ে অনেকেই বলছেন, ‘ছাত্রীদের ভালোর জন্য প্রধান শিক্ষিকা যা লেখার লিখেছেন। এই নিয়ে বিতর্কের কিছু থাকতে পারে না।’ যদিও অভিভাবকদের একটা অংশ বলছেন, ‘এতে ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে। এতে আদতে ক্ষতিই হতে পারে।’