ইদের ভোরেই অঘটন! ছেলের কাপড় বুকে জড়িয়ে কান্না মায়ের

খুশির ঈদে মায়ের কেনা নতুন জামা আর পড়া হল না যুবকের। তার বদলে গায়ে উঠল কাফনের কাপড়। সদ্য কেনা ছেলের নতুন পরিধেয় বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধা মা। ছেলেই চলে গেল, এখন এগুলো আর কে পড়বে?

পরিবার সূত্রে জানা গেল, তিন দিন আগে মুর্শিদাবাদ থেকে মালদায় হরিশ্চন্দ্রপুরে ঈদের বাজারে ব্যবসা করতে এসেছিলেন বছর 25-র রাজু শেখ। তার মৃগী রোগ ছিল। ঈদের ভোরে মৃত্যু হয় যুবকের। বনসরিয়া গ্রামে তাঁবু খাটিয়ে ছিল পরিবারটি। সেখানেই বৃহস্পতিবার ভোরে মারা যায় সে। দেহ মুর্শিদাবাদ ফেরাতে অনেক সমস্যা। দিশেহারা পরিবারের পাশে দাঁড়ালেন ওই গ্রামের লোকেরা। তাঁদের সহযোগিতায় সেখানেই কাফন-দাফনের ব্যবস্থা করা হয়।

বাবা কতিল শেখ জানান, হাটে হাটে কড মাছের হাড় ও তেল বিক্রি করে সংসার চালান। সেই সূত্রে বাইরে বাইরে যেতে হয়। ছেলেকে নিয়ে এসেছিলেন, কিন্তু জানা ছিল না, এই ইদের দিনই তাঁর শেষ দিন। রাজু শেখের মা মহবুদা বিবি কেঁদে কেঁদে বলে চলেছেন, কালই ছেলের জন্য নতুন জামা কাপড় কিনেছিলাম, এখন আর কে পরবে?