আলুর বন্ড দেওয়া নিয়ে ধুন্ধুমার! পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ পুলিশের

জলপাইগুড়ি: আলুর বন্ড বিলিকে কেন্দ্র করে রণক্ষেত্র জলপাইগুড়ি। শুক্রবার বিকেলে আলুর চাষীদের বন্ড বিলিকে কেন্দ্র করে তপ্ত পরিস্থিতি তৈরি হয় জলপাইগুড়ির বাহাদুর অঞ্চলের গরালবাড়ি এলাকায়। এলাকার গঙ্গা কোল্ড স্টোরেজ চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে আলু চাষীরা।

জানা গিয়েছে, শুক্রবার থেকে হিমঘরগুলিতে বন্ড দেওয়া শুরু হয়েছে। সেই নিয়ে গতরাত থেকেই ভিড় ছিল। শুক্রবার দীর্ঘ লাইনে অপেক্ষা করার পরও বন্ড না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন মানুষজন। আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। হিমঘরের বাইরে দুই জায়গায় আগুন জ্বালানো হয় বলে অভিযোগ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমঘর চত্বরে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের হিমঘর চত্বর থেকে হঠাতে লাঠি উঁচিয়ে তাড়াল করেন পুলিশকর্মীরা। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। বিক্ষুব্ধ চাষিদের একাংশ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে বলে অভিযোগ। আলুর বন্ড বিলিকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র তৈরি হয় এলাকায়। শেষে পুলিশের চেষ্টায় বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

About The Author