‘আগামী ৩০ বছর ন্যাড়া’ই থাকতে হবে’, কৌস্তভকে খোঁচা মদন মিত্রের

কলকাতা: ‘মমতার উৎখাত না করে মাথায় চুল গজাবেন না’, জামিন পেয়েই প্রতিজ্ঞা নিয়ে মাথা মুড়িয়েছিলেন আইনজীবী নেতা কৌস্তভ বাগচি। সেই ঘটনার পরই প্রতিক্রিয়ায় ঝড় উঠেছে বাংলার রাজনীতিতে। 

প্রতিক্রিয়া দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, ‘যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকেন, তাহলে অনন্ত ৩০ বছর ন্যাড়া হয়ে থাকতে হবে’।

তৃণমূল বিধায়ক আরও বলেন, ‘যতবার মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুমুখে পড়েছেন, ততবার কৌস্তভ হোঁচটও খাননি বোধ হয়। ন্যাড়া হলে যেটা সমস্যা, ন্যাড়া বেলতলায় একবারই যায়। আর ন্যাড়া রাস্তা দিয়ে গেলে যখন তখন উপর থেকে কাক-পায়রার সবকিছু মাথায় পড়ে। সৌমিত্র খাঁও বলেছিলেন যে যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন আমি ন্যাড়া; এখন ফুরফুর করে চুল উঠছে।’

সকালে গ্রেফতার, বিকেলেই জামিন ! মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলায়, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করেছিল পুলিশ!কিন্তু, আদালতে তাদের কোনও যুক্তি ধোপে টেকেনি!

শনিবার বিকেলেই কৌস্তভকে জামিন দেয় ব্য়াঙ্কশাল কোর্ট। জামিনের পর মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে কৌস্তভ বাগচি বলেন, ‘আগে মাথার চুল কামাব তারপর কথা বলব। রাজ্যের মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না উৎখাত করতে পারছি, আমার মাথার চুল আমি গজাব না।’ সেই প্রসঙ্গেই কামারহাটির বিধায়কের এমন মন্তব্য।

About The Author