দত্তপুকুর: ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে ‘অসুরক্ষিত’ সাধারণ মানুষ! অভিযোগ জানাতে গিয়ে মন্ত্রীর সামনেই তৃণমূল কর্মীর হাতে সপাটে চড় খেলেন এক গ্রামবাসী। আক্রান্ত যুবকের দাবি, তিনি এমন কিছু করেননি বা বলেননি যাতে তাকে প্রকাশ্যে থাপ্পড় খেতে হয়।
দিদি দূতের হাতে প্রকাশ্যে থাপ্পড়! এমনই চাঞ্চল্যকর ছবি উঠে এল উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থেকে। ঘটনার কাছেই দিদির দূত হিসেবে হাজির ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। মন্ত্রীকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ঘটনা স্বচক্ষে দেখিনি।’
অভিযোগ উঠেছে, সংবাদ মাধ্যমের সামনে যাতে ওই যুবক যাতে কোনও অভিযোগ করতে না পারেন সেই কারণেই তৃণমূল কর্মীরা সাগরকে হুমকি দিয়েছিলেন। পরে সকলের সামনে প্রকাশ্যে অভিযোগ তুলে ধরায় তৃণমূল কর্মীর হাতে সপার্টে চড় খেতে হল তাকে। প্রথমে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে না চাইলেও পরে সংবাদমাধ্যমের সামনে আক্রান্ত যুবকের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
এদিকে আক্রান্ত যুবক সাগর বিশ্বাস স্থানীয় একটি মন্দির কমিটির সদস্য মন্দিরের সামনে রাস্তা নিয়ে কথা বলতে গিয়েই থাপ্পড় খেতে হল তাকে। অবশ্য এ ব্যাপারে খাদ্যমন্ত্রীর সাফাই, সম্ভবত এলাকার মধ্যে দুই পক্ষের ব্যক্তিগত ঝামেলার থেকে থাকতে পারে। অন্যদিকে আক্রান্ত যুবকের দাবি তিনি এমন কিছু করেননি বা বলেননি যাতে তাকে প্রকাশ্যে থাপ্পড় খেতে হয়। এই ঘটনায় প্রশ্নের মুখে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। প্রশ্ন উঠছে, দিদির দ্রুতদের সামনে কি অসরক্ষিত রাজ্যবাসী।
প্রসঙ্গত আরও জানিয়ে রাখতে হয়, ‘দিদির দূত’ হয়ে বাড়ি বাড়ি যেতেই শাসক দলের প্রতিনিধিরা এমনকি শতাব্দি, সায়ন্তিকা, দেবাংশুরাও স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন।