২৬ হাজার চাকরি বাতিলের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট

এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিলের যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সোমবার তাই বহাল রাখল সুপ্রিম কোর্ট৷ একই সঙ্গে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রডূড়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের অভিযোগের ভিত্তিতে সিবিআই যে তদন্ত চলছে তার উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না।

২২ তারিখ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পুরো প্যানেলকে বাতিল বলে রায় দেয় হাইকোর্ট ৷ এরপরই সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল৷ সোমবার ছিল সেই মামলার শুনানি। তবে তার পরবর্তী শুনানি আগামী সোমবারের জন্য পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। আপাতত হাইকোর্টের রায়ই বহাল থাকল।

প্রসঙ্গত, একইদিনে শীর্ষ আদালতে পরপর দুই দফায় ধাক্কা খেল রাজ্য সরকার। এদিন সন্দেশখালি নিয়েও ধাক্কা খেল রাজ্য সরকার। সন্দেশখালি মামলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের ৷ শীর্ষ আদালতের প্রশ্ন, কয়েকজনের স্বার্থরক্ষায় কেন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার!