শীতের মধ্যেও শুধু একটি সাদা টি-শার্ট গায়ে দিয়ে রয়েছেন রাহুল গান্ধি। কদিন ধরেই ভারত জোড়ো যাত্রায় সাদা টি শার্ট গায়ে নিয়েই পদব্রজে হেঁটে চলেছেন রাহুল গান্ধী। হাড়-জড়ানো ঠাণ্ডায় যেখানে সকলেই কমবেশি সোয়েটার অথবা চাদর গায়ে জড়িয়ে রয়েছেন, সেখানে এত ঠান্ডার মধ্যেও কিভাবে শুধুমাত্র একটি সাদা টি-শার্ট গায়ে দিয়ে থাকতে পারছেন রাহুল গান্ধী? সেই প্রশ্নই তৈরি হয়েছে উৎসাহী দেশবাসীর।
সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধীকে সেই ব্যাপারে প্রশ্ন করতেই তিনি সোজাসুজি বলেন, তিনি শীতকে ভয় করেন না। রাহুলের দাবি, তাঁর এখনও ঠাণ্ডা লাগছে না। যেদিন তাঁর শীত মনে হবে, সেদিন তিনি সোয়েটার পড়বেন। সেই সঙ্গে ‘গুরুজি’ বলে প্রধানমন্ত্রী এবং বিজেপির দিকে মজাদার ইঙ্গিত দিয়েছেন রাহুল।
ভারত জোড়ো যাত্রা আপাতত রাজধানী দিল্লিতে পৌঁছেছে। সেখানে কয়েক দিনের বিশ্রাম শেষে আগামী মঙ্গলবার অর্থাৎ ৩ জানুয়ারি থেকে ফের যাত্রা শুরু হচ্ছে। দিল্লি হয়ে ভারত জোড়ো যাত্রা প্রবেশ করবে উত্তর প্রদেশে। তবে, এই শীতের মধ্যেও একটি সাদা টি-শার্ট গায়ে কিভাবে থাকতে পারছেন রাহুল গান্ধি সেই নিয়ে উৎসুক জনতার কৌতূহল থেকেই যাচ্ছে।