কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। রায়গঞ্জের দার্জিলিং মোড়ে বিজেপির ধর্না মঞ্চ থেকে বন্ধের সিদ্ধান্তের কথা জানান সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। বিজেপির দাবি, কালিয়াগঞ্জে রাজবংশী মেয়েকে ধর্ষণ করে খুন ও গতকাল বিজেপির এক কর্মীকে গুলি করে খুনের ঘটনার প্রতিবাদে ১২ ঘণ্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে।
কালিয়াগঞ্জের ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল উত্তরবঙ্গের বনধের ডাক দিয়েছে বিজেপি। সেই বনধ সফল করার দাবিতে শিলিগুড়িতে মিছিল ও পথ অবরোধ করে বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজগঞ্জ ব্লকের বিজেপির পক্ষ থেকে আমবাড়ি তারঘেরা গ্রাম মাঠ থেকে মিছিল করা হয়৷ তারপর টায়ার জ্বালিয়ে আমবাড়ি স্টেশন মোড়ে অবরোধ করেন নেতারা। শুক্রবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের। ওই দিনই উত্তরবঙ্গ বন্ধের ডাক দিল বিজেপি। এই নিয়ে নোংরা রাজনীতি দেখছে শাসক শিবির।

