রামমন্দির উদ্বোধনের দিন বাংলায় ‘সম্প্রীতি মিছিল’, ঘোষণা মমতার

আগামী ২২ তারিখ রামমন্দির উদ্বোধন। সেদিনই পাল্টা সম্প্রীতি মিছিলের ডাক মমতার। মন্দির নিয়ে বিজেপির উচ্ছাসের পাল্টা হিসেবে তৃণমূল পালন করবে সর্বধর্ম সমন্বয় অনুষ্ঠান। কি হবে সেদিন, নিজে মুখেই জানালেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। 

মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, রামমন্দির উদ্বোধনের দিন তৃণমূল বিশেষ কর্মসূচি পালন করবে। ওইদিন কলকাতায় ‘সম্প্রীতি মিছিল’ করা হবে। পাশাপাশি প্রত্যেক জেলার ব্লকে ব্লকে বেলা ৩টেয় সম্প্রীতি মিছিল হবে বলেও জানিয়ে দেন মমতা। তবে এ কোনও পাল্টা নয় বলেও সাফ জানিয়েছেন মমতা।

তৃণমূল সুপ্রিমো বলেন, ‘কোনও পাল্টা মিছিল বা প্রতিবাদ না। আমি সাধু-সন্তদের মানি। তাদের কথা শুনছি।’ রামমন্দির নিয়ে আমার কিছু বলার নেই। আমি বার বার বলি, ধর্ম যার যার নিজের, উৎসব সবার।’ এরপরই বলেন, ‘আমাদের ২৩ জানুয়ারি, ২৬ জানুয়ারি পালিত হয়। ২২ জানুয়ারি একটি মিছিল করব আমি, এটা দলের প্রোগ্রাম। তৃণমূলের সভা, তবে শুভান্যুধায়ী, সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে’।

About The Author