রাজগঞ্জ: মদ খাওয়া নিয়ে বন্ধুদের মধ্যে ঝামেলা। এক বন্ধুর হাতে আরেক বন্ধু। ঘটনার পুনঃনির্মাণ করল পুলিশ। তল্লাশি চালাতে গিয়ে খুনের জায়গায় পুকুর থেকে উদ্ধার হল মোবাইল। রাজগঞ্জের আমবাড়ি সংলগ্ন শিবনাথ পাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃতের নাম মনোজিৎ রায় (৪২)। গত ১৯ শে অক্টোবর মদ খাওয়া নিয়ে বন্ধুদের মধ্যে বচসা বাধে। কাজিয়া চরমে পৌঁছলে মূল অভিযুক্ত তপন রায় পাথর দিয়ে মাথা থেঁতলে মনজিতকে খুন করে বলে দাবি। তদন্ত নেমে এই ঘটনায় মূল অভিযুক্ত তপন রায় ও আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। জেরায় তপন খুনের কথা ঘটনাটি স্বীকার করেন। সোমবার সকালে ঘটনাস্থলে মূল অভিযুক্ত তপন রায়কে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করেন আমবাড়ি ফাঁড়ির পুলিশ কর্তারা।
