ভারতে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনার ‘চিনা’ ভ্যারিয়েন্ট, BF.7-এ আক্রান্ত ৪

করোনার নয়া ভ্যারিয়েন্ট চিনে নতুন করে মাথাচাড়া দিয়েছে। করোনা ভাইরাসের সেই উপরূপের ফের হদিস মিলেছে ভারতে। ইতিমধ্যে ৪ জনের দেহে করোনা ভাইরাসের ওই নতুন উপরূপের খোঁজ মিলেছে। ভাইরাসটির নাম ওমিক্রন BF.7।

জানা গিয়েছে, গুজরাত এবং ওড়িশার ৪ বাসিন্দার মধ্যে করোনার নয়া ভ্যারিয়েন্টের হদিস মিলেছে। ভারতে ওমিক্রন বিএফ.৭-এর প্রথম আক্রান্তের খোঁজ মেলে অক্টোবর মাসে। গুজরাতের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে ধরা পড়ে ওই উপরূপ। এর পরে গুজরাতেই আরও এক আক্রান্তের সন্ধান পাওয়া যায়। এ ছাড়া, ওড়িশায় দু’জনের দেহে মেলে করোনার নতুন উপরূপের হদিস।

চিনে নতুন করে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে। গত কয়েক দিনে দেশের বহু মানুষ ভাইরাসের নতুন উপরূপে আক্রান্ত হয়েছেন। চিনের সেই উপরূপের খোঁজ পাওয়া গিয়েছে ভারতেও। করোনা নিয়ে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যে একটি বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।

About The Author