বাজ পড়ে মৃত্যু ১১ জনের, মালদার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

মালদা: তীব্র গরমের মাঝেই আচমকা ঝড় বৃষ্টি। এর মধ্যেই বিভিন্ন কাজে বাইরে বেরিয়ে বাজ পড়ে মৃত্যু হল ১১ জনের। তাদের মধ্যে শিশু-মহিলারাও রয়েছেন।

জানা গেল, এদিন সারাদিন গরমের পর আচমকাই ঝড় বৃষ্টি শুরু হয়। সেই সময় কেউ আম কুড়োতে বেরিয়েছিলেন, কেউ অন্য কাজে। বাজ পড়ে মারা যান ১১ জন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মালদার ঘটনার উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন জেলাশাসক। তাঁদের হাতে সরকারি সাহায্য হিসেবে ২ লক্ষ টাকা তুলে দেওয়া হয়।

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। রাতেই সাতটি মৃতদেহ ময়নাতদন্ত করে গ্রামে পাঠানোর ব্যবস্থা করে প্রশাসন।