বাংলায় কাজ নেই! ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু ৩ যুবকের

মালদা: আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে তিন যুবকের মৃত্যু। প্রত্যেকেরই বয়স ২৫-৩০-এর মধ্যে। পেট চালাতে মিজোরামে শ্রমিকের কাজ করতে গিয়েছিল। প্রজাতন্ত্র দিবসের দিনেই মাটি চাপা পড়ে মৃত্যু হয় তাদের। কদিন পরেই বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু হায়! ফিরল কফিনবন্দী দেহ। ঘটনায় শোকের ছায়া মালদার হবিবপুর থানার শ্রীরামপুর অঞ্চলে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ক’দিন আগে তাদের সঙ্গে কথা হয় ফোনে। ঠিক ছিল ৩১ তারিখ বাড়ি ফিরবে তাঁরা। পরিবারের লোকেরা অপেক্ষায় ছিলেন। কিন্তু পাওয়া গেল মৃত্যু সংবাদ। শনিবার রাতেই তিনজনের কফিনবনধী দেহ গ্রামের বাড়িতে ফিরেছে। ঘটনায় শোকের ছায়া তালুকদার পাড়া এলাকায়।

জানা গিয়েছে, গত নভেম্বর মাসে মিজোরামের আইজোল জেলায় শ্রমিকের কাজ করতে গিয়েছিল তিনজন। সেখানে ২৬ তারিখে গার্ডওয়েলের কাজ করার সময় ধসে চাপা পরে মৃত্যু হয় তাদের। তাদের নাম প্রেম কুমার মন্ডল (২৮), রতন মন্ডল (২৬) এবং অলোক মন্ডল (৩১)। তিনজনের বাড়ি হবিবপুর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের তালুকদার পাড়া এলাকায়। রাতে গ্রামের বাড়িতে কফিনবনধী দেহ ফিরতেই কান্নায় ভেঙে পরিবারে লোকেরা। শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে।

About The Author