বিশ্বকাপ জিতে মঙ্গলবার ভোর রাতে স্বদেশে পা রাখলেন মেসিরা। সময়টা ভোর রাত হলেও বিমানবন্দরের বাইরে হাজার হাজার মানুষের ভিড় রাতের ঘুম ভুলে অপেক্ষা করেছেন তাঁদের জন্য। বুয়েনস আইরেসে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেগে গা ভাসাল আর্জে্নটিনারা। উষ্ণ অভ্যর্থনা জানানো হল মেসিদের।
মঙ্গলবার ভোরে মেসিদের বিমান নামে ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান থেকে প্রথমেই বিশ্বকাপ ট্রফি হাতে নেমে আসেন মেসি ও দলের কোচ স্কালোনি। তার পরে বাকি ফুটবলাররা নামেন। স্থানীয় এক সংবাদপত্র জানিয়েছে, ১ লক্ষ ৭৬ হাজার মানুষ অ্যাপের মাধ্যমে বিমানের অবতরণের দিকে নজর রেখেছিলেন। বিমানবন্দরেই অপেক্ষা করছিল বিশেষ বাস। বাসে লেখা রয়েছে ‘বিশ্বচ্যাম্পিয়ন’। সেই বাসে করে বিমানবন্দরের বাইরে বার হন মেসিরা। রাস্তায় কয়েক লক্ষ মানুষ সাদরে স্বাগত জানান দেশের ছেলেদের।
বিশ্বকাপের মহারণ জিতে মঙ্গলবার ভোর রাতে ঘরে ফিরেছেন মেসি-মার্তিনেজ-আলভারেজরা। তাঁদের অভ্যর্থনা জানাতে রাস্তায় ঢল নামে মানুষের। তাঁদের অপেক্ষাতেই রাতের ঘুম ভুলে অধীর আগ্রহে অপেক্ষা করছিল সারা দেশ।