রাজগঞ্জ: টোলগেট লাগোয়া হাইরোডে গাড়ি দাড় করিয়ে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর জখম হয়েছিলেন চালক। আগুন লেগেছিল গাড়িতেও। তারপরও একই ছবি দেখা যাচ্ছে সেখানে। এখনও অনেকেই গাড়ির মধ্যেই গ্যাস জ্বালিয়ে রান্না করছেন। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান রাজগঞ্জ থানার ট্রাফিক ওসি বাপ্পা সাহা। তিনি গাড়ির চালকদের রান্না থামিয়ে দেন। পাশাপাশি জরিমানাও করেন।
জানা গিয়েছে, পানিকৌরি টোল প্লাজার কাছে সোমবার সন্ধ্যায় পাঁচটি ট্রাক থামিয়ে গাড়ির মধ্যে রাখা ছোট গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না চলছিল। পুলিশ দেখেই দুটি ট্রাক পালিয়ে গেলেও তিনটি ট্রাককে জরিমানা করা হয়েছে। প্রতিদিন এভাবে নজরদারি চালানো হবে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে। গতকালের ঘটনার পর পুলিশ সক্রিয় হওয়ায় খুশি টোল গেটের কর্মীরা। তারা চাইছেন পুলিশ যেন এভাবেই সবসময় নজরদারি চালায়।
রাজগঞ্জে ফের একই ঘটনা। ভোর রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করে পালাল দুষ্কৃতি। ফলে সকাল থেকেই সারাদিনের নামে বিদ্যুৎ বিচ্ছিন হয়ে পড়ল কয়েকটি গ্রাম। কয়েক মাস আগে পানিকাউরি, মাঝিয়ালি, সুখানিতে হয়েছিল এমন ঘটনা। এবার আমবাড়ির সুদামগছ এলাকাতেও বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে যন্ত্রাংশ চুরি হয়ে গেল। বিদ্যুৎ না থাকায় সমস্যায় এলাকার বাসিন্দারা।
পিএইচই’র পানীয় জল মেলেনি সময়মত। বাসিন্দারা বলেন, আজ ভোর তিনটে নাগাদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বাসিন্দারা গিয়ে দেখেন এলাকার বিদ্যুৎ ট্রান্সফরমারের কিছু জিনিস চুরি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ দপ্তরে বিষয়টি জানানো হয়। পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে দেখে গেলেও এখনও সন্ধ্যা অবধি পরিষেবা ঠিক হয়নি।