‘জয় শ্রীরাম’ বললে কি তেলের দাম কমবে? বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগান বাজে নিয়ে এমনই প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার তৃণমূল ভবন নির্মাণের ভুমি পূজো অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রসঙ্গত গত বছরে জুন মাস থেকেই নতুন তৃণমূলের জল্পনা চলছিল বাংলার রাজনীতিতে। সেই ভিত্তিতেই পহেলা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নয়া তৃণমূল ভবনের নির্মাণের ভূমি পুজো করলেন অভিষেক।
পুজো দেওয়ার পর সাংবাদিক বৈঠকেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন বর্তমানে যে হারে গ্যাস তেলের দাম বাড়ছে জয় শ্রীরাম স্লোগান বাজে করলে কি সেই দাম কমবে। সেই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা শোনাতে ছাড়েননি অভিষেক। তিনি বলেন রাজ্যের মানুষ দেখেছে ক্যামেরার সামনে কে সারদার টাকা নিয়েছে।

