চোপড়ায় ৫ জনের শরীরে করোনার হদিস মিলল

চোপড়া, ২২ মে: উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় এই প্রথম করোনা আক্রান্তের হদিস মিলল। ব্লকের দাসপাড়ায় পাঁচজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ভিআরডিএল থেকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের কাছে রিপোর্ট পাঠানো হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রের খবর, ওই পাঁচজনই কয়েকদিন আগে ভিন রাজ্য থেকে ফিরে আসেন। বুধবার তাঁদের লালার নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছিল। নমুনা পরীক্ষাতে পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। এই নিয়ে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

About The Author