এশিয়াডের জ্যাভলিনে ভারতকে সোনা জেতাল অন্নুরানি

এশিয়ান গেমসে জ্যাভলিনে সোনা জিতলেন অন্নু রানি। ৬২.৯২ মিটার ছুড়ে চ্যাম্পিয়ন হলেন তিনি। তাঁর সঙ্গে টক্কর হচ্ছিল শ্রীলঙ্কার নাদিশা দিলশান ও চিনের লিউ হুইহুইয়ের।

মঙ্গলবার ৫০০০ মিটারের দৌড়ের পরে ৬১ মিনিটের মধ্যে ভারতকে দ্বিতীয় সোনা এনে দিলেন অন্নু। এর আগে মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হন পারুল।

About The Author