কলকাতা: দুর্গাপুজোর অনুদান নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, অনুদান হিসেবে যে পরিমাণ অর্থ খরচ করা হয়েছে, তার চেয়ে পুজোকে কেন্দ্র করে ব্যবসায় মুনাফা হয়েছে বহুগুণ বেশি। তাতে উপকৃত হয়েছেন সাধারণ ব্যবসায়ী-শিল্পীরা।
সোমবার বিধানসভায় বিরোধীদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, এ বার দুর্গাপুজোয় ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। আর ব্যবসা হয়েছে ৮২ হাজার কোটি টাকার। তিনি অভিযোগ করেন, এর থেকেও জিএসটি কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র!
এদিন এর পাশাপাশি বিধানসভায় মমতা বলেন, রাজ্যে ৫৫টি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেগুলির লাইসেন্স বাতিল ও জরিমানা করা হয়েছে। দু’টি ক্যানসার হাসপাতাল তৈরির বিষয়টিও সোমবার বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী।