মোদিকে অপমান করে চরম সংকটে মালদ্বীপ। সবরকম বুকিং ক্যানসেল করে দিয়েছে ভারতীয়রা। মালদ্বীপের টুরিস্ট স্পট খা খা করছে। উপায় না দেখে এবার চীনের কাছে টুরিস্ট ভিক্ষে চাইল মালদ্বীপ সরকার।
খবরে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুজু চীনের কাছে বেশি সংখ্যক টুরিস্ট পাঠানোর আবেদন জানিয়েছেন। অর্থাৎ ভারতকে অপমান করে কার্যত ভিখিরি’র অবস্থা হয়েছে মালদ্বীপের।
প্রসঙ্গত উল্লেখ্য, মালদ্বীপের পার্শ্ববর্তী ভারতের লক্ষদ্বীপে গিয়ে কিছু ছবি ছেড়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। তাই দেখে চরম অপমানজনক মন্তব্য করেছিলেন মালদ্বীপ সরকারের কয়েকজন মন্ত্রী। সামাজিক মাধ্যমে সেই সমস্ত মন্তব্য ভাইরাল হতেই ভারতীয়রা তীব্র প্রতিবাদ জানান এবং সেই সঙ্গে মালদ্বীপে সব রকমের ভ্রমণের পরিকল্পনা বাতিল করে দেয়া হয়। যেহেতু মালদ্বীপে সব থেকে বেশি ভারত থেকেই পর্যটকেরা যেতেন তাই এবার কার্যত খা খা করছে সেখানকার রাস্তাঘাট। আর্থিক লোকসানের মুখে এবার চীনের কাছে ভিক্ষে চাইতে হচ্ছে মালদ্বীপ সরকারকে।