করোনায় আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন সপ্তাহখানেক আগেই। আপাতত ঘরবন্দি হয়েই প্রশাসনিক কাজকর্ম সামলাচ্ছেন যোগী। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে আরও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, কার্যালয়ে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাদের সংস্পর্শে এসেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন তিনি। সাবধানতা অবলম্বন করতে নিভৃতবাসে যাচ্ছেন তিনি। ভার্চুয়ালি যাবতীয় কাজকর্ম করছে ঘরে বসেই।
করোনায় সংক্রামিত হওয়ায় বৃহস্পতিবার বালুরঘাটের জনসভায় থাকবেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বুধবার এমনটাই জানিয়ে দিলেন জেলা বিজেপি নেতৃত্ব। তবে যোগী আদিত্যনাথ না থাকলেও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও বেহালা পূর্বের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পায়েল সরকার উপস্থিত থাকবেন। আগামীকাল বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে বেলা ১২টায় সভা করবেন শুভেন্দু ও পায়েল। সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক বাপি সরকার।
शुरुआती लक्षण दिखने पर मैंने कोविड की जांच कराई और मेरी रिपोर्ट पॉजिटिव आई है।
मैं सेल्फ आइसोलेशन में हूं और चिकित्सकों के परामर्श का पूर्णतः पालन कर रहा हूं। सभी कार्य वर्चुअली संपादित कर रहा हूं।
— Yogi Adityanath (@myogiadityanath) April 14, 2021