করোনা নিয়ে সতর্ক করতে পথে নামল যমরাজ

এবার শিলিগুড়ির পথে নামল যমরাজ। করোনাতেও অসতর্ক কিছু মানুষ। তাদের মুখে মাস্ক এবং স্যানিটাইজার দিচ্ছেন। পথে রিক্সাওয়ালা, টোটোওয়ালা সকলকেই সচেতন করছেন যমরাজ। পুলিশ কর্মী ও সমাজকর্মী বাপন দাস ইসলামপুরের পরে আজ শিলিগুড়িতে যমরাজ সেজে মানুষকে সচেতন করতে দেখা গেল।

কাউকে হাতজোড় করে অনুরোধ করে আবার কাউকে একপ্রকার ধমকের সুরে মাস্ক পড়তে বলতে দেখা যায়। একদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে মানুষ যেমন এখনো অসচেতন রয়েছেন অপরদিকে এই অবস্থায় বাপন দাস এর এই অভিনব ভাবনার মাধ্যমে মানুষকে সচেতন করার উদ্যোগ কে কুর্নিশ জানিয়েছেন শহর শিলিগুড়ি বাসিন্দারা । আজ তিনি শিলিগুড়ি শহরের জংশন থেকে শিলিগুড়ি জেলা হাসপাতাল মোড় পর্যন্ত যমরাজ সেজে পদযাত্রা করেন ও মানুষকে সচেতন করেন ।

সমাজকর্মী বাপন দাস বলেন, ‘করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে অসংখ্য সমাজকর্মী ও সমাজ সংগঠন বিভিন্নভাবে মানুষের পাশে থাকার কাজ করে চলেছে। তাই চেষ্টা করলাম মানুষকে একটু সচেতন করার যাতে তারা মাস্ক স্যানিটাইজার ব্যবহার করে এবং করোনা থেকে সুরক্ষিত থাকে।’

About The Author