Jalpaiguri: ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ স্ত্রী-পুত্র, ১৫ দিন পরও মিলছে না হদিস

জলপাইগুড়ি: ‘অসুস্থ’ ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন স্ত্রী। দিন পনেরো কেটে গেলেও এখনও ঘরে ফিরে আসেননি স্ত্রী এবং তাঁর একমাত্র ছেলে। তাদের অপেক্ষায় অসহায় দিন কাটাচ্ছেন স্বামী। থানায় নিখোঁজ ডায়েরি করেও মিলছে না কোন সূত্র! কোথায় গেল? কেমন রয়েছে তার ছোট্ট ছেলে? এইসব ভেবে ভেবে দুশ্চিন্তায় রাতের ঘুম ছুটে গিয়েছে জলপাইগুড়ি বারোপাটিয়া অঞ্চলের ভান্ডি‌গুড়ি এলাকার বাসিন্দা রিটু নায়েকের।

স্বামী রিটু নায়েকের দাবি, তাদের বিয়ে হয়েছিল চার বছর আগে। দিনমজুরি করে কোন রকমের সংসার চালান রিটু। গত ২৭ ডিসেম্বর তাদের চার বছরের ছেলেকে ডাক্তার দেখাতে বোদাগঞ্জের উদ্দেশ্যে বেরিয়েছিলেন স্ত্রী। তার আগের দু’দিন থেকেই ছেলে জ্বরে অসুস্থ হয়ে পড়ে বলে দাবি। বিকেলে ছেলেকে ডাক্তার দেখাতে বাড়ি থেকে বের হন। তারপর সন্ধ্যা ছ’টা পেরিয়ে গেলেও আর কোনও খোঁজ মেলেনি। পরদিন থেকে বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান মেলেনি। ঘটনার পর দিন পনেরো কেটে গেলেও কোথায় গিয়েছে তার স্ত্রী এবং পুত্র? উত্তর মিলছে না।

স্বামীর দাবি, তাদের বিয়ের চার বছরের মধ্যে মোবাইল অথবা অনলাইন মাধ্যমেও অন্য কারো সঙ্গে যোগাযোগ হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই দাবি করেছেন তিনি। পুলিশ এ ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে বলে খবর। যদিও এখনও পর্যন্ত দিন পনেরো কেটে গেল কোনও সন্ধান মেলেনি দুজনের। নিখোঁজ মহিলার নাম প্রীতি নাইক (২৬) এবং তাদের ছেলের নাম অজিত নাইক (৪)।

বারোপাটিয়া অঞ্চলের উপপ্রধান কৃষ্ণ দাস জানান, স্ত্রী-পুত্র নিখোঁজ হয়ে যাওয়ার পর তার কাছে এসেছিলেন ওই ব্যক্তি। তাকে থানায় জানাতে বলা হয়েছিল। যদিও পরে এই নিয়ে আর কোনও যোগাযোগ করেননি। তবে প্রশাসনিক ভাবে যতটুকু করা সম্ভব, ব্যবস্থা করা হবে।

About The Author