কলকাতা: এবার রাজ্য সরকারি অফিসগুলিতে দু’টি শিফট চালু হচ্ছে৷ এ দিন নবান্নে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এতদিন সরকারি অফিসে কাজের সময় ছিল সকাল ১০.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ বার থেকে প্রথম শিফট হবে সকাল ৯.৩০ থেকে ২.৩০ পর্যন্ত৷ দ্বিতীয় শিফট হবে বেলা ১২.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত৷
বর্তমানে ৭০ শতাংশ কর্মীদের নিয়েই রাজ্য সরকারি অফিসগুলি চলছে৷ কিন্তু যেহেতু রাস্তায় বাস ও গণপরিবহণের অভাব রয়েছে তাই অনেকেই সময়ে অফিসে পৌঁছতে পারছেন না৷ ভিড় কমাতে রাজ্য সরকারি অফিসগুলিতে কাজের সময় ভেঙে দিল রাজ্য সরকার৷ বেসরকারি সংস্থাগুলির কাছেও এই পদ্ধতি অবলম্বন করার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী এ দিন আবারও বলেন, বর্তমান পরিস্থিতিতে এক ঘণ্টা পর্যন্ত অফিস আসতে দেরি হলেও লালকালি পড়ার ভয় থাকছে না কর্মীদের৷ সেই নির্দেশও ইতিমধ্যেই কার্যকর হয়েছে৷ রাজ্য সরকারি অফিসে নতুন শিফট চালু হওয়ায় সেই অনুযায়ী যাতে রাস্তায় বাস থাকে, পরিবহণ দফতরকে সেই নির্দেশ দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী৷